হংকংয়ে বিক্ষোভকারীদের পুলিশ সদর দপ্তর ঘেরাও
অপরাধী প্রত্যর্পণ আইন সম্পূর্ণ বাতিলের দাবিতে হংকংয়ের পুলিশ সদর দপ্তর ঘেরাও করেছেন কয়েক হাজার হংকংবাসী।
প্রচণ্ড তাপদাহের মধ্যে বিক্ষোভকারীরা কালো পোশাক, মুখে মাস্ক, মাথায় হ্যাট ও চোখে রোদচশমা পরে আজ শুক্রবার পুলিশ কার্যালয়ের সামনে ও আশপাশের সড়কে অবস্থান নেন।
এদিকে, বিক্ষোভকারীদের এমন জমায়েত জরুরি সেবাদানে মারাত্মক ব্যাঘাত ঘটাবে জানিয়ে তাঁদের আন্দোলন প্রত্যাহার করতে বলেছে হংকং পুলিশ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল থেকে বিক্ষোভকারীদের একটি বড় দল শান্তিপূর্ণভাবে হংকংয়ের আইনসভা ভবনের বাইরে জড়ো হতে থাকেন।
এমন অবস্থায় বিক্ষোভকারীদের পুলিশ সদর দপ্তরের দিকে যাওয়ার ডাক দেন হংকংয়ে ২০১৪ সালে পূর্ণাঙ্গ গণতন্ত্রের দাবিতে ৭৯ দিনব্যাপী চলা ‘আমব্রেলা’ আন্দোলনের অন্যতম ছাত্রনেতা জশুয়া ওং।
এরপর মুখে মাস্ক পরে হংকংয়ের প্রশাসক ক্যারি ল্যামের পদত্যাগ দাবি করে স্লোগান দিতে দিতে পুলিশ কার্যালয়ের দিকে মিছিল করে যেতে থাকেন বিক্ষোভকারীরা।
#LIVE: Someone in the crowd near Wan Chai appears to have fainted, requiring assistance from those around. https://t.co/wxqvxZlXpE #extraditionbill pic.twitter.com/E0QvhbWxv1
— SCMP News (@SCMPNews) June 21, 2019
শুক্রবার এক টুইটে পুলিশকে আগের বিভিন্ন আন্দোলনের সময় গ্রেপ্তার করা বিক্ষোভকারীদের ছেড়ে দিতে বলেন জশুয়া।
পাশাপাশি হংকং পুলিশ কমিশনার স্টিভেন লো-কে রাস্তায় এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে বলেন জশুয়া।
গত সপ্তাহে জনগণের প্রবল আন্দোলনের মুখে বিতর্কিত প্রত্যর্পণ বিলটি স্থগিত করেন ক্যারি ল্যাম। জনগণের আশঙ্কা দূর না হওয়া পর্যন্ত বিলটি পাস করা হবে না জানিয়ে ক্ষমাও চান তিনি। কিন্তু হংকংয়ের জনগণের দাবি, বিলটি সম্পূর্ণভাবে বাতিল করা হোক।