ট্রাম্প ও কিমের মধ্যে মোট ১২টি চিঠি বিনিময়
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন গত বছরের শুরু থেকে মোট ১২টি চিঠি বিনিময় করেছেন। দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ বিষয়ক মন্ত্রী এ কথা জানান।
সংবাদ সংস্থা এএফপির খবরে জানায়, আন্তঃকোরীয় বিষয়ে দায়িত্বপ্রাপ্ত দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রী কিম ইয়ন-চুল সাংবাদিকদের বলেন, ‘২০১৮ সাল থেকে চেয়ারম্যান কিম প্রেসিডেন্ট ট্রাম্পকে আটটি চিঠি লিখেছেন। অপরদিকে প্রেসিডেন্ট ট্রাম্প কিমকে চারটি চিঠি দিয়েছেন।’
‘আমার ধারণা, এ দুই নেতা দুদেশের মধ্যে সংলাপ পুনরায় শুরু করার গুরুত্ব বুঝতে পেরে তাঁরা নিয়মিতভাবে চিঠি বিনিময় করছেন।’
তৃতীয় সম্মেলনের জন্য যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে ‘পর্দার আড়ালের আলোচনা’ অব্যাহত রয়েছে—দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন এমন কথা বলার কয়েক ঘণ্টা পর মন্ত্রী কিম ইয়ন-চুল এ মন্তব্য করলেন।
উল্লেখ্য, উত্তর কোরিয়ায় চীনের নেতা শি জিনপিংয়ের গুরুত্বপূর্ণ সফরের এক সপ্তাহ পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন।
এ সপ্তাহান্তে জাপানে অনুষ্ঠেয় জি২০ সম্মেলনে শি ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে ধারণা করা হচ্ছে।