মুক্তি দেওয়া হয়েছে উ. কোরিয়ায় আটক শিক্ষার্থীকে
উত্তর কোরিয়ায় আটক ২৯ বছর বয়সী অস্ট্রেলিয়ার এক শিক্ষার্থীকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি নিরাপদ ও সুস্থ রয়েছেন। প্রধানমন্ত্রী স্কট মরিসন বৃহস্পতিবার পার্লামেন্টে এ কথা বলেন।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, পিয়ংইয়ংয়ে আলেক সিগলি নিখোঁজ হওয়ার এক সপ্তাহের বেশি সময় পর তাঁর মুক্তির এ খবর দেওয়া হলো। সিগলির নিখোঁজের খবরের পরপরই বিভিন্ন মাধ্যমে এ ব্যাপারে তৎপরতা চালানো শুরু করে অস্ট্রেলিয়া। তাঁর মুক্তি নিয়ে উত্তর কোরীয় কর্তৃপক্ষ ও সফররত সুইডিশ দূতের মধ্যে আলোচনা হয়।
উত্তর কোরিয়ার সরকারি নাম উল্লেখ করে মরিসন বলেন, ‘আমাদের পরামর্শ অনুযায়ী ডিপিআরকে আটক অবস্থা থেকে তাঁকে মুক্তি দিয়েছে এবং তিনি নিরাপদে দেশটি ত্যাগ করেছেন। আন্তরিক সহযোগিতার জন্য আমরা সুইডিশ কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।’