ভারতে নিষিদ্ধ হলো আইএস
আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এবং এর সহযোগী আরো দুটি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত সরকার। বেআইনি কার্যক্রম প্রতিরোধ আইন ১৯৬৭-এর আওতায় এ জঙ্গি সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়েছে।
আজ শুক্রবার ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডের এক খবরে এ তথ্য জানানো হয়।
নিষিদ্ধ-ঘোষিত সংগঠনগুলোর মধ্যে ইসলামিক স্টেট ইন সিরিয়া অ্যান্ড দ্য লেভান্ড (আইএসআইএল) ও ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস) নামে আইএসেরই আরো দুটি সহযোগী সংগঠন রয়েছে।
ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংগঠনটি নিষিদ্ধ করেছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বের বিভিন্ন প্রান্তে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ ভারতের বিভিন্ন স্থানে তরুণদের, বিশেষ করে মুসলিম তরুণদের মৌলবাদের উসকানি দিয়ে যুদ্ধে যোগদানে উৎসাহিত করে সংগঠনটি। গত বছরের মে মাসে এই জঙ্গি সংগঠনে যোগ দিতে দেশটির মুম্বাই রাজ্য থেকে চার মুসলিম যুবকের ইরাক ও সিরিয়া যায়। এরপর ওই যুবকদের মধ্যে একজন গত বছর আহতাবস্থায় দেশে ফিরে এলেও বাকিদের ভাগ্যে কী হয়েছে তা আর জানা যায়নি। ওই ঘটনার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত বছরের ১৬ ডিসেম্বর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বিধানসভায় বলেছিলেন, মধ্যপ্রাচ্যের এই সংগঠনটিকে ভারতে জাতিসংঘের কর্মসূচির আলোকে নিষিদ্ধ করা হবে।
ইসলামিক অনুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে গত বছরের প্রথমদিকে সিরিয়া ও ইরাকে ‘ইসলামিক খেলাফত’ ঘোষণা করে আইএস। এখন দেশ দুটির অনেক অঞ্চল দখল করে রেখেছে আইএস। এ ছাড়া পশ্চিমাদের হত্যাসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে জঙ্গি সংগঠনটি।