দুই শতাধিক যাত্রী নিয়ে মিসরে রুশ বিমান বিধ্বস্ত
রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান মিসরের সিনাইয়ে বিধ্বস্ত হয়েছে। এয়ারবাস এ-৩২১ বিমানটিতে ছিলেন ২১৭ আরোহী ও সাতজন ক্রু। মিসরের প্রধানমন্ত্রী শরিফ ইসমাইল এ তথ্য জানিয়েছেন। তবে এরই মধ্যে বিমানটি নিয়ে ভিন্ন মতও দেখা গেছে। অনেকের দাবি, বিমানটি সাইপ্রাসের কাছে হারিয়ে গেছে।
বিবিসি জানিয়েছে, এয়ারবাস এ-৩২১ বিমানটি লোহিত সাগর-তীরবর্তী অবকাশযাপন কেন্দ্র শারম আল শেখ থেকে রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গ যাচ্ছিল। বিমানটির যাত্রীদের মধ্যে অধিকাংশই ছিলেন রুশ পর্যটক। বিমানটি ছিল রাশিয়ার সাইবেরিয়াভিত্তিক ছোট বিমান সংস্থা কগালিমাভিয়ার।
মিসরের প্রধানমন্ত্রী শরিফ ইসমাইলের দপ্তর এক বিবৃতিতে জানায়, রাশিয়ার একটি বেসামরিক বিমান মধ্য সিনাই অঞ্চলে বিধ্বস্ত হয়েছে। এতে আরো বলা হয়, বিষয়টি খতিয়ে দেখা ও প্রয়োজনীয় পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী একটি জরুরি কমিটি গঠন করেছেন।
আর রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়াটসিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ফ্লাইট ৭কে ৯২৬৮ স্থানীয় সময় সকাল ৬টা ৫১ মিনিটে শারম আল শেখ থেকে রওনা দেয়। এটি সেন্ট পিটার্সবুর্গ পৌঁছানোর কথা ছিল দুপুর ১২টা ১০ মিনিটে। তারা আরো জানায়, শারম আল শেখ থেকে উড্ডয়নের ২৩ মিনিট পর বিমানটির যোগাযোগ করার কথা ছিল সাইপ্রাসের সঙ্গে। তবে যোগাযোগ করতে ব্যর্থ হয় ওই বিমান এবং রাডার থেকে এটি হারিয়ে যায়।
রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানিয়েছে, বিমানে থাকা যাত্রীর স্বজনদের জন্য পুলকভো বিমানবন্দরে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে।