হজের অনুশীলনে অংশ নিল চার হাজার শিশু (ভিডিওসহ)
কাবা (বায়তুল্লাহ) ইসলাম ধর্মাবলম্বীদের তীর্থস্থান। প্রত্যেক মুসলিম চায়, জীবনে একবার হলেও সৌদি আরবের মক্কায় অবস্থিত কাবায় নামাজ আদায় করতে। সে সুযোগ কারো ভাগ্যে জোটে, আবার কারো ভাগ্যে জোটে না।
আর অল্প কিছুদিন পরেই মক্কায় অনুষ্ঠিত হবে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় সমাগম বা হজ। আর সেই হজ সামনে রেখে মালয়েশিয়ার কুয়ালালামপুরে আয়োজন করা হয় হজের প্রস্তুতিমূলক ‘হজ মহড়া’।
সংবাদ সংস্থা এএফপির খবরে বলা হয়, সোমবার অনুষ্ঠিত সেই হজের মহড়ায় ছয় বছর বয়সী প্রায় চার হাজার স্কুল শিক্ষার্থী অংশ নেয়।
খবরে বলা হয়, রাজধানী কুয়ালালামপুরের অদূরে খোলা মাঠে একটি অস্থায়ী কাবাঘর বানিয়ে সেই হজের মহড়া অনুষ্ঠিত হয়। প্রকৃত হজের নিয়ম মেনে অংশগ্রহণকারী শিশুদের সাদা ইহরামের কাপড় ও হাতে সবুজ রঙের ব্যাজ পরানো হয়।
তারপর হজের নিয়ম মেনে কাবার চারদিকে সাত চক্কর দেওয়া ও শয়তানকে পাথর নিক্ষেপ করানো হয়।
অনুষ্ঠান আয়োজকদের পক্ষ থেকে খাইরিজা কামারুদ্দিন বলেন, শিশুদের বার্ষিক এই ধর্মীয় অনুষ্ঠানটির রীতিনীতি শেখানোর জন্যই এমন হজ মহড়ার আয়োজন করা হয়েছে।
তিনি আরো বলেন, এই হজের মহড়াটি শিশুরা দারুণভাবে উপভোগ করেছে। এখন তারা মূল হজ পালনের জন্য আগ্রহী হয়ে উঠেছে।