হংকংয়ে রেলস্টেশনে অতর্কিতে মুখোশধারীদের হামলা, আহত ৪৫
হংকংয়ের ইউয়েন লং এলাকায় বেশ কিছু মুখোশধারী ব্যক্তি হাতে অস্ত্র নিয়ে একটি রেলস্টেশনে অতর্কিতে হামলা চালিয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৪৫ জন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল রোববার স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় ইউয়েন লংয়ের এমটিআর স্টেশনে এ ঘটনা ঘটে।
গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে আলোচনার ঝড় ওঠে। ওই ভিডিও ফুটেজে দেখা যায়, বিক্ষুব্ধ মুখোশধারীরা সবাই সাদা পোশাক পরিহিত অবস্থায় ছিল এবং সবার হাতেই ছিল অস্ত্র। একপর্যায়ে তারা স্টেশন ও ট্রেনের বগির ভেতরে থাকা মানুষকে আক্রমণ করতে শুরু করে। এ ঘটনায় অন্তত ৪৫ জন আহত হয়েছেন।
Snippet of a live broadcast from lawmaker Lam Cheuk ting, showing self-professed pro-Gov't mobsters attacking passengers in train cars at #MTR #YuenLong Stn. #HongKong has 1 of the world's highest cop to population ratio. Where were @hkpoliceforce? Lam was injured as shown live. pic.twitter.com/Aq5JmJlf5u
— Ray Chan (@ray_slowbeat) July 21, 2019
এদিকে, বিক্ষুব্ধ ব্যক্তিদের পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ।
সম্প্রতি বিতর্কিত প্রত্যর্পণ বিল নিয়ে হংকংয়ে বিক্ষোভের পর এমন ঘটনা ঘটল। গতকালই ওই বিক্ষোভে পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছোড়ে। এ ছাড়া আন্দোলনকারীদের লাঠিচার্জ করে।
This is a clip from Gwyneth Ho (@StandNewsHK)'s live video. Look at how vehement and vicious the white-shirts are in their attacks on protesters. Look at their matching weapons – their long wooden sticks & umbrellas. #antielab #YuenLong
(https://t.co/YLjoOljcQC) pic.twitter.com/QucaHWJWdS— Jun Pang (@hyjpang) July 21, 2019
এ ঘটনায় এক বিবৃতিতে বিশেষ প্রশাসনিক এ অঞ্চলের সরকার জানিয়েছে, কিছু ব্যক্তি ইউয়েন লংয়ের এমটিআর স্টেশনে এবং ট্রেনের বগিতে একজোট হয়ে হামলা চালিয়েছে। হংকংয়ে যেখানে আইনের শাসন সম্পূর্ণরূপে মেনে চলা হয়, সেখানে এমন ঘটনা অনেক উদ্বেগজনক। এ ঘটনায় শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
ইউয়েন লং হংকংয়ের মূল প্রশাসনিক অঞ্চল থেকে বেশ দূরেই অবস্থিত। এ ছাড়া প্রত্যর্পণ বিল নিয়ে হংকংয়ে ঘটে যাওয়া বিক্ষোভের থেকেও দূরে অবস্থান করছে এই এলাকা।