ইসরায়েলের সঙ্গে হওয়া সব চুক্তি প্রত্যাখ্যান করল ফিলিস্তিন
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জানিয়েছেন ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে হওয়া সব চুক্তি প্রত্যাখ্যান করতে পিছপা হবে না তার দেশের নেতারা।
সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, এখন পর্যন্ত ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে হওয়া সব চুক্তি প্রত্যাখ্যান করারও ঘোষণা দিয়েছেন মাহমুদ আব্বাস। রামাল্লা শহরে বৃহস্পতিবার সন্ধ্যায় প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) বৈঠক শেষে এই ঘোষণা দেওয়া হয়।
পিএলওর সঙ্গে বৈঠক শেষে মাহমুদ আব্বাস বলেন, ‘আমরা ইসরাইলের পক্ষে স্বাক্ষরিত চুক্তির বাস্তবায়ন বন্ধ করার সিদ্ধান্ত ঘোষণা করছি।’ পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ভেঙে ফেলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, সম্প্রতি ইসরাইলি সরকার পশ্চিম জেরুজালেমে ফিলিস্তিনিদের বসতি ধ্বংস করে অধিগ্রহণ করছে। ইসরাইলি কর্তৃপক্ষ ফিলিস্তিনিদের ওপর এভাবে চাপাচাপির পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সময় ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি নির্যাতন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।