গিনির স্বর্ণখনিতে পাথরধসে নিহত ৪
গিনির উত্তর-পূর্বাঞ্চলে একটি স্বর্ণখনিতে পাথর ধসে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে আছে দুবছর বয়সী একটি শিশু ও তার মা। স্থানীয় সময় গতকাল রোববার স্থানীয় পুলিশ ও কর্মকর্তারা এ কথা জানান।
গিনির কিন্তিনিয়ান এলাকার সরকারি কর্মকর্তা মামাদি মাগাসৌবার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গিনির উত্তর-পূর্বাঞ্চলীয় সিগুইরির কিন্তিয়ানে গত শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
মামাদি মাগাসৌবা বলেন, ‘একটি স্বর্ণখনিতে পাথরধসে কমপক্ষে চারজন নিহত হয়েছেন।’
পুলিশ ও স্থানীয় রেড ক্রসের প্রতিনিধি নিহতের এ সংখ্যা নিশ্চিত করেছে।
একই সূত্র জানায়, এ দুর্ঘটনায় আহত অপর দুজনকে রাজধানী কোনাক্রির প্রায় ৬০০ কিলোমিটার উত্তরের নগরী সিগুইরির হাসপাতালে নেওয়া হয়েছে।
রেড ক্রস কর্মকর্তা জানান, হতাহতরা স্বর্ণখনিটিতে কাজ করছিলেন। প্রবল বর্ষণের কারণে পাথরধসের ঝুঁকি থাকায় খনিটির ব্যবহার নিষিদ্ধ ছিল।