‘নতুন মডেলের ক্ষেপণাস্ত্র’ উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া আজ বুধবার দেশটির পূর্ব উপকূল অভিমুখে দুটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, চলতি সপ্তাহে এ নিয়ে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া।
এর আগে ২৫ জুলাই উত্তর কোরিয়া সাগর অভিমুখে স্বল্পপাল্লার দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল।
আজ বুধবার দেশটির ওয়নসান এলাকা থেকে আরো দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়।
ওয়াশিংটন ও সিউলের মধ্যে আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া সামরিক মহড়া প্রশ্নে পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে ‘সতর্কবার্তা’ হিসেবে গত সপ্তাহে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। নতুন করে আরো ক্ষেপণাস্ত্র ছোড়াকে আগের সতর্কবার্তার পুনরাবৃত্তি বলেই ধারণা করা হচ্ছে।
আজ বুধবার উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র দুটি ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার ওপর দিয়ে ২৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান সাগরে অবতরণ করে। এটি পূর্ব সাগর নামেও পরিচিত।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানায়, নতুন ক্ষেপণাস্ত্র দুটি আগের ক্ষেপণাস্ত্রের মতো নয়, ভিন্ন মডেলের। উত্তর কোরিয়া আরো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে কি না, সেটি নজরে রাখা হচ্ছে বলে জানায় জেসিএস কর্তৃপক্ষ।
এদিকে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কোনো ধরনের ক্ষেপণাস্ত্র তাদের ভূখণ্ডে আসেনি।
এর আগে গত সপ্তাহে উত্তর কোরিয়ার উৎক্ষেপিত দুটি ক্ষেপণাস্ত্রের একটি পূর্ব সাগরে পড়ার আগে প্রায় ৬৯০ কিলোমিটার পথ অতিক্রম করে।