‘মিস্টার ট্রাম্পের’ দাম কত?
না, এখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে একটি আমেরিকান গরুর কথা। মালয়েশিয়ান কয়েকজন ব্যবসায়ী আমদানি করেছেন সেটি। আর নাম দিয়েছেন ‘মিস্টার ট্রাম্প’।
এক টন ওজনের বিশাল আকারের গরুটিকে মালয়েশিয়ার কেলনতান প্রদেশের এক হাটে তুলেছেন তারা। আমেরিকান ব্রাহম্যান নামের গরুর জাতটি পৃথিবীর সবচেয়ে বড় জাতের গরুর একটি। মূলত ভারত ও ব্রাজিল থেকে আমেরিকায় এই জাতটি নেওয়া হয়েছে। এখন সেখান থেকেই বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।
মালয়েশিয়ায় এত বড় গরুর দেখা মিলে না। তাই গরুটিকে দেখতে অনেকে জড়ো হচ্ছে। তার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে জানায়, বিক্রেতারা মিস্টার ট্রাম্পের দাম হাঁকিয়েছেন ২০ হাজার রিঙ্গিত বা বাংলাদেশি মুদ্রায় চার লাখ টাকা।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ-বিদেশের নানা প্রান্তে এরই মধ্যে কেনা-বেচা শুরু হয়েছে কুরবানির পশুর। আর প্রতি বছর বিক্রির জন্য বাজারে আনার আগে আকর্ষণীয় কুরবানির পশুকে ডাকা হয় বিভিন্ন নামে।