ইসরায়েলি বাহিনীর গুলিতে গাজায় ৪ ফিলিস্তিনি নিহত
গাজা উপত্যকা সীমান্তে আজ শনিবার চারজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। হত্যার সময় ফিলিস্তিনিদের কাছে বন্দুক, ট্যাংক বিধ্বংসী মিসাইল ও হাত বোমা ছিল বলে তারা দাবি করেছে।
সামরিক বাহিনীর টুইটে আরো দাবি করা হয়, ফিলিস্তিনিরা সীমান্ত পার হয়ে ইসরায়েলে ঢুকলে তাদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। এতে চার ফিলিস্তিনির মৃত্যু হয়।
তবে ফিলিস্তিনিদের নিহতের ঘটনায় গাজা কর্তৃপক্ষ কিংবা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর কারো পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।
ফিলিস্তিনের গাজা উপত্যকাটি ইসলামপন্থী গোষ্ঠী হামাসের নিয়ন্ত্রণে চলে। গত এক দশকে ইসরায়েলের সঙ্গে তিন তিনবার যুদ্ধে জড়ায় হামাস। ইসরায়েল ও গাজা উপত্যাকা সীমান্তে প্রায়ই বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে থাকে।