হংকংয়ে বিক্ষোভকারীদের ৩০ মাইল দীর্ঘ মানববন্ধন (ভিডিও)
হংকংয়ের রাস্তায় গতকাল শুক্রবার রাতে প্রায় ৩০ মাইল দীর্ঘ মানববন্ধন করেছেন কয়েক হাজার হংকংবাসী।
সোভিয়েতবিরোধী বিক্ষোভ ‘বাল্টিক ওয়ে’র ৩০তম বর্ষপূর্তি উপলক্ষে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
পরস্পরের হাত ধরে গান গেয়ে হংকংয়ের ফুটপাত, ওভারপাস, পার্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনের আলোয় আলোকিত করে তোলেন হংকং শহর।
১৯৮৯ সালের ২৩ আগস্ট এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়াজুড়ে মস্কোর বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ ৩৭০ মাইল দীর্ঘ এক মানববন্ধন তৈরি করেন প্রায় ২০ লাখ বিক্ষোভকারী। এই মানববন্ধন বাল্টিক ওয়ে নামে পরিচিত। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
একটি বিতর্কিত প্রত্যর্পণ বিল নিয়ে প্রায় তিন মাস ধরে আন্দোলন করছেন সরকারবিরোধীরা। সরকার ও বিক্ষোভকারী উভয় পক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকায় হংকংয়ে চলমান উত্তপ্ত পরিস্থিতি ঠাণ্ডা হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আন্দোলনকারীদের প্রচণ্ড বিক্ষোভের মুখে বিতর্কিত প্রত্যর্পণ বিলটি হংকং প্রশাসন স্থগিত করলেও আন্দোলনকারীদের দাবি, বিলটি স্থায়ীভাবে বাতিল করতে হবে এবং হংকংয়ের নেতা ক্যারি ল্যামকে পদত্যাগ করতে হবে। এর পাশাপাশি দাবিতে যুক্ত হয়েছে আন্দোলনকারীদের ওপর কথিত পুলিশের হামলার নিরপেক্ষ তদন্ত।