ডিআর কঙ্গোয় নতুন সরকার ঘোষণা
মধ্য আফ্রিকার দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গো সোমবার একটি জোট সরকারের ঘোষণা দিয়েছে। নতুন প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকাদি দায়িত্ব গ্রহণের সাত মাস পর এ সরকারের নাম ঘোষণা দেওয়া হলো।
সংবাদ সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, প্রেসিডেন্টের মুখপাত্র নতুন সরকারের সদস্যদের নাম ঘোষণা করার আগে প্রধানমন্ত্রী সিলভেস্ত্রা ইলুনগা সাংবাদিকদের বলেন,‘এখানে জোট সরকারের সদস্যদের নাম চূড়ান্ত করা হয়েছে। প্রেসিডেন্ট ওই ফরমানে স্বাক্ষর করেছেন এবং আমরা খুব দ্রুত কাজ শুরু করব।’