মোদি ভালো ইংরেজি পারলেও বলতে চান না : ট্রাম্প
ফ্রান্সে জি৭ সম্মেলনের ফাঁকে গতকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর সংবাদ সম্মেলন করেন তাঁরা।
সংবাদ সম্মেলনের একপর্যায়ে এক সাংবাদিক ট্রাম্প ও মোদির বৈঠক সম্পর্কে জানতে চাইলে মোদি হিন্দিতে বলেন, ‘আমার মনে হয়, আগে আলোচনা হোক, তারপর আমরা আপনাদের জানাব, কী প্রয়োজন।’
মোদির হিন্দিতে জবাব শুনে ট্রাম্প রসিকতা করে বলেন, ‘আসলে মোদি অনেক ভালো ইংরেজি বলতে পারেন, কিন্তু তিনি বলতে চান না।’ এরপরই মোদি ও ট্রাম্প হাসতে হাসতে একে অন্যের সঙ্গে হাত মেলান। তাঁদের হাসি দেখে সাংবাদিকসহ অন্যরাও হাসিতে ফেটে পড়েন।
এরপর কাশ্মীর প্রসঙ্গে কথা উঠতেই মোদি বলেন, ‘আসলে ভারত-পাকিস্তানের সব সম্পর্কই দ্বিপক্ষীয়। এ জন্য এ ব্যাপারে আমরা অন্য কোনো দেশের হস্তক্ষেপ চাই না।’
এ সময় ট্রাম্প বলেন, ‘আমরা গতকাল রাতে কাশ্মীর নিয়ে কথা বলেছি। প্রধানমন্ত্রী (মোদি) বিশ্বাস করেন, বিষয়টি তাঁর নিয়ন্ত্রণে। তারা পাকিস্তানের সঙ্গে কথা বলেছেন এবং আমি নিশ্চিত, তারা এমন পদক্ষেপ গ্রহণ করবেন, যার ফলাফল ভালোই হবে।’
ট্রাম্প আরো বলেন, ‘দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গেই আমার ভালো বন্ধুত্ব রয়েছে। আমি আছি, কিন্তু আমি মনে করি, তাঁরা দুজনই বিষয়টি ঠিক করে ফেলতে পারবেন।’