মেলানিয়া-ট্রুডোর যে ছবিতে মজেছেন অন্তর্জালবাসী
ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ সম্মেলন চলাকালে গত রোববার সব শীর্ষ নেতা ও তাঁদের সহধর্মিণীদের নিয়ে একটি ‘ফ্যামিলি ফটো’ তোলার আয়োজন করা হয়। ওই আয়োজনে সাক্ষাৎ হয় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের। পাশাপাশিই ছিলেন তাঁরা। ওই সময় ট্রুডোকে বেশ ঘনিষ্ঠভাবেই অভ্যর্থনা জানাচ্ছিলেন মেলানিয়া। আর এ নিয়েই হাসি-ঠাট্টায় মেতেছে অন্তর্জালবাসী।
ওই মুহূর্তের বেশ কয়েকটি ছবি ক্যামেরাবন্দি করেন ইউরোপীয় প্রেস ফটো এজেন্সির এক আলোকচিত্রী। এরপরই তা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।
ওই ছবিগুলো দেখে অনেকেই রসিকতার সঙ্গে নানা ধরনের মন্তব্য করছেন। কেউ বলছেন, মেলানিয়া কানাডায় পালিয়ে যাওয়ার সুযোগ খুঁজছেন। কেউ বা বলছেন, মেলানিয়া নিশ্চই কোনো ঝুঁকি নেওয়ার চেষ্টা করছেন।
Melania is ready to risk it all #Trudeau pic.twitter.com/lEz5sjuQBD
— Loni Love (@LoniLove) August 26, 2019
আর এতসব হাসি-ঠাট্টায় অংশ নিতে বাদ যায়নি রাশিয়ার সংবাদমাধ্যম আরটি নিউজও। এক টুইটে আরটি নিউজ ঠাট্টা করে লিখেছে, ‘আমাদের সবারই এমন একজনকে খুঁজে নেওয়া উচিত, যিনি এমনভাবে চেয়ে থাকতে পারেন, যেভাবে মেলানিয়া ট্রুডোর চোখে চোখ রাখছেন।’
দুই বছর আগেও একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর হাসি-ঠাট্টায় মেতেছিল নেটবাসী। আর ওই সময় রসিকতার শিকার হয়েছিলেন ট্রাম্পের মেয়ে ইভানকা। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে তোলা ওই ছবিতে দেখা যায়, ট্রুডোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে মুচকি হাসছেন ইভানকা।
এরপরই তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে রসিকতায় মেতে ওঠে সবাই।