উগান্ডার প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করলেন দেশটির এক ছাত্র!
নিজ দেশের প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করা সহজ কাজ নয়। কিন্তু এমনই কঠিন কাজ করে আলোচনায় এসেছেন এক ছাত্র। মার্কিনপ্রবাসী উগান্ডার এক ছাত্র তাঁর দেশের প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন।
সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, মামলাকারী ওই ছাত্রের নাম হিলারি ইনোসেন্ট টেলর সেগুয়ার। তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতকোত্তর শ্রেণিতে পড়ছেন। কিন্তু যে কারণে এই মামলা তা জানলে সত্যিই আপনি অবাক হবেন।
অপ্রিয় সত্যি অনেকেরই শুনতে ভালো লাগে না। আমজনতাই যখন নিজের সমালোচনা হজম করতে পারেন না, সেখানে কোনো দেশের প্রেসিডেন্ট কীভাবে হজম করবেন?
কেউ যদি তার দেশের প্রেসিডেন্টকে ‘একনায়ক’ বা ‘ডিক্টেটর’ বলে অভিহিত করেন, তাহলে তো ওই প্রেসিডেন্ট সেটা সহ্য করবেন না— এটাই স্বাভাবিক।
সম্প্রতি উগান্ডার প্রেসিডেন্টের টুইটার পোস্টে এক ছাত্র তার সমালোচনা করে ‘ডিক্টেটর’ বলে অভিহিত করেন। আর তাতেই চটেছেন উগান্ডার প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনি। ওই পোস্টের নিচে পাল্টা মন্তব্য না করে, ইওয়েরি মুসেভেনি টুইটারে পোস্টটি দেখা মাত্র সমালোচক সেই ছাত্রকে ব্লক মেরে দেন।
এদিকে, টুইটারে ব্লক মারার পর থেমে থাকেনি ওই ছাত্রও। এভাবে তাঁর দেশের প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়ায় তাঁকে ব্লক করায়, অপমানিত বোধ করে ওই ছাত্র আইনের দ্বারস্থ হয়েছেন। মামলা দায়ের করেছেন ইওয়েরি মুসেভেনির বিরুদ্ধে।