হংকংয়ে তীব্র হচ্ছে গণতন্ত্রপন্থীদের আন্দোলন
সরকারবিরোধী শত শত বিক্ষোভকারী রোববার হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের মূল ফটকের সামনে অবস্থান নিয়েছে। গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীরা বিশ্ব গণমাধ্যমের মনোযোগ আকর্ষণের জন্যই দেশটির আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান নিয়েছে বলে জানায় ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।
গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের এই আন্দোলনের কারণে দেশটির রাজধানীতে অচলাবস্থা তৈরি হয়েছে বলেও জানায় সংবাদ সংস্থাটি।
গত শনিবার হংকংয়ে সরকারি সদর দপ্তরের সামনে নিষেধাজ্ঞা উপেক্ষা করে জড়ো হয় হাজার হাজার বিক্ষোভকারী। আর সেখানে বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং তাদের বিভ্রান্ত করতে লেজারের আলো ফেলে।
প্রতি উত্তরে বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারে। মিছিল ও সমাবেশের ওপর পুলিশের নিষেধাজ্ঞা সত্ত্বেও হাজার হাজার গণতন্ত্রপন্থী বিক্ষোভকারী নগরীর রাস্তায় রাস্তায় অবস্থান নেয়।
বিক্ষোভকারীরা নগরীর রাস্তায় ও রেলস্টেশনে অবস্থান নেওয়ার কারণে রাজধানীর সড়ক ও বিমানবন্দরের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
এদিকে গণতন্ত্রের দাবিতে আন্দোলনকারী হংকংয়ের রাজনৈতিককর্মী জশুয়া ওয়ংকে আটকের কয়েক ঘণ্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ। শুক্রবার ওয়ংকে আটক করেছিল হংকং পুলিশ।
ছাড়া পাওয়ার পর ওয়ংয়ের রাজনৈতিক দল ডেমোসিস্টো জানায়, পুলিশ তাঁকে জোর করে গাড়িতে উঠিয়ে নিয়ে গিয়েছিল। দলটির পক্ষ থেকে আরো জানানো হয়, হংকংয়ের চলমান আন্দোলনের সমর্থক দলটির আটক আরেক সদস্য আগনেস চৌ-কেও মুক্তি দেওয়া হয়েছে।
এ দুই রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে পুলিশ সদর দপ্তরের সামনে বেআইনিভাবে সমাবেশ করার অভিযোগ আনে পুলিশ। আগামী ৮ নভেম্বর পর্যন্ত মামলাটি মুলতবি রাখে আদালত।