দায়িত্ব পালন করে যাওয়ার ব্যাপারে হংকং নেতা দৃঢ় প্রতিজ্ঞ
হংকংয়ের নেতা মঙ্গলবার জোর দিয়ে বলেছেন, তাঁর পদত্যাগে কোনো আগ্রহ নেই। চীনের দক্ষিণাঞ্চলীয় এ নগরীতে অস্থিরতার জন্য পদত্যাগ করে ক্ষমা প্রার্থনা করতে চান তার এমন কথার অডিও রেকর্ডিং প্রকাশিত হওয়ার পর তিনি এ মন্তব্য করলেন।
সংবাদ সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, হংকংয়ে তিন মাস ধরে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। মূল ভূখণ্ডে প্রত্যাবর্তনের সুযোগ রেখে একটি আইন পাসে প্রধান নির্বাহী চীনাপন্থী ক্যারি ল্যামের প্রস্তাবের বিরোধিতার মধ্যদিয়ে নগরীটিতে এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
হংকংয়ে গণতন্ত্রের দাবিতে অব্যাহত এ বিক্ষোভ চালানো হচ্ছে। এতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হচ্ছে।
মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে ল্যাম বলেন, ‘গত তিন মাসে আমি নিজে বারবার বলেছি যে, হংকংকে সহায়তা জন্য আমি ও আমার দলের দায়িত্ব পালন করে যাওয়া উচিত।’
ল্যাম বলেন, পদত্যাগ করা নিয়ে চীনা সরকারের সাথে আলোচনা করার কথা তিনি চিন্তাও করেননি।
হংকং অস্থিরতার জন্য ল্যাম পদত্যাগ করে ক্ষমা প্রার্থনা করতে চান গত সপ্তাহে ব্যবসায়ী নেতাদের বলা তার এমন কথার একটি অডিও রেকর্ডিং বার্তা সংস্থা রয়টার্স প্রকাশ করার পর তিনি এসব কথা বলেন।
ইংরেজি ভাষায় কথা বলার সময় ল্যাম বলেন, ‘আমার কোনো পছন্দ থাকলে প্রথমে পদত্যাগ করে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করতাম।’
উল্লেখ্য, গত জুন মাসে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এক হাজার ১০০ জনের বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে গত সপ্তাহের শেষের দিকে গ্রেপ্তার হওয়া গণতন্ত্রপন্থী গুরুত্বপূর্ণ নেতা ও রাজনীতিবিদ রয়েছেন।