‘বোমায়’ বিধ্বস্ত হয়েছিল রুশ বিমান
বোমা হামলার কারণেই ২২৪ আরোহী নিয়ে মিসরের সিনাই উপত্যকায় বিধ্বস্ত হয়েছিল রাশিয়ার বিমান ‘কোগালিমাভিয়ার এ-৩২১’ । মিসরের এক তদন্ত কর্মকর্তার সূত্রে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওই তদন্ত কর্মকর্তা জানান, বিমানটি ভেঙে পড়ার সময় শেষ মুহূর্তে ককপিটের রেকর্ডিংয়ে যে শব্দ শোনা গেছে তা বোমার কারণে বিস্ফোরণের। ওই শব্দ শুনেই তদন্তকারীরা ৯০ ভাগ নিশ্চিত হয়েছেন বিস্ফোরণের ফলেই যাত্রীবাহী রুশ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে।
রুশ বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ নিয়ে এখনো যে ১০ শতাংশ সংশয় রয়ে গেছে সে সম্পর্কে জিজ্ঞেস করা হলে তদন্তকারী দলের ওই সদস্য এর কোনো ব্যখ্যা দেননি। তবে মিসরের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্ত চলছে; দুর্ঘটনার কারণ হিসেবে সব ধরনের সম্ভাবনাই থাকতে পারে। এ ব্যাপারে চূড়ান্ত উপসংহারে আসার এখনো সময় হয়নি।
গত ৩১ অক্টোবর রাশিয়ার বিমান কোগালিমাভিয়ার এ-৩২১ ওড়ার ২৩ মিনিট পর মিসরের সিনাই উপদ্বীপে বিধ্বস্ত হয়। সে সময় মিসরের শারেম আল শেখ বিমানবন্দর থেকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ যাচ্ছিল বিমানটি।
দুর্ঘটনায় বিমানটিতে থাকা ২২৪ যাত্রী ও ক্রুর সবাই নিহত হন। যাত্রীদের বেশির ভাগই ছিলেন রাশিয়ার পর্যটক। ঘটনার পর পরই ইসলামী স্টেট (আইএস) বিমানটিকে বিধ্বস্তের দাবি করে বিবৃতি দিয়েছিল। যদিও মিসরের প্রেসিডেন্ট বিমান বিধ্বস্তের ঘটনায় আইএসের দায় স্বীকারকে প্রচারণা বলে মন্তব্য করেছিলেন।