শিশুটিকে ফেলে রাখা হয়েছিল মসজিদের সিঁড়িতে
ফজরের আজানের সময় নামাজ আদায় করতে মসজিদে এসেছিলেন মসজিদের নিরাপত্তারক্ষী। কিন্তু মসজিদে এসে তিনি দেখলেন মিসজিদের সিঁড়িতে কম্বলে মোড়ানো একটি বস্তু। তিনি কাছে গেলেন আর দেখলেন কম্বলের ভেতর থেকে নবজাতকের কান্নার আওয়াজ। কম্বলটি খুলে ওই নিরাপত্তারক্ষী দেখলেন সত্যিই এক নবজাতক কাঁদছে কম্বলের ভেতর থেকে।
সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে জানায়, সংযুক্ত আরব আমিরাতের শারজাহর আল কাসবা এলাকার একটি মসজিদের সিঁড়ি থেকে এক নবজাতককে উদ্ধার করেছে ওই মসজিদের নিরাপত্তারক্ষী। তারপর তিনি ঘটনাটি মসজিদের ইমাম ও পুলিশকে জানান।
নিরাপত্তারক্ষী মোহাম্মদ ইউসুফ জাবেদ গালফ নিউজকে বলেন, ভোর চারটার দিকে তিনি ফজরের নামাজ আদায় করতে মসজিদে আসেন। এবং মসজিদের সিঁড়িতে কম্বলে মোড়ানো ওই শিশুটিকে তিনি উদ্ধার করেন।
জাবেদ বলেন, ‘আমি বিয়ে করেছি ২৫ বছর হয়েছে। আমার কোন সন্তান নেই। আমি ২৫ বছর ধরে আল্লাহর কাছে সন্তানের জন্য প্রার্থনা করছি। অথচ কেউ কেউ তাদের সন্তানকে রাস্তায় ছুড়ে ফেলে দেয়।’