নাইজেরিয়ায় তাজিয়া মিছিলে সেনাবাহিনীর গুলি, নিহত ৩
নাইজেরিয়ায় আশুরা উপলক্ষে বের করা মিছিলে গুলি চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এছাড়া আরো অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।
ইরানভিত্তিক গণমাধ্যম পার্সটুডে এক প্রতিবেদনে জানিয়েছে, নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কয়েকটি শহরে এ হামলার ঘটনা ঘটেছে। এছাড়া নাইজেরিয়ার সেনাবাহিনী টিয়ারশেল নিক্ষেপ করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালিয়েছে। এর ফলেও অনেকে আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজধানী আবুজায় আজ আশুরার শোক মিছিল করতে দেওয়া হয়নি। শোকার্ত মানুষ যাতে একত্রিত হতে না পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছিল নিরাপত্তা বাহিনী।
এর আগে দ্য ইসলামিক হিউম্যান রাইটস কমিশন বা আইএইচআরসি সতর্ক করে বলেছিল, নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী শোক মিছিলে হামলার জন্য সব প্রস্তুতি গ্রহণ করেছে।
প্রসঙ্গত, গত বছরও নাইজেরিয়ার বিভিন্ন স্থানে আশুরার শোক মিছিলে হামলার ঘটনা ঘটে এবং অনেক শোকার্ত মানুষ নিহত হন।