মালদ্বীপে জরুরি অবস্থা প্রত্যাহার
মালদ্বীপ থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনকে হত্যাচেষ্টা চালানোর পর গত সপ্তাহে ‘জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগে’ দেশটিতে ৩০ দিনের জরুরি অবস্থা জারি করা হয়েছিল।
গত মঙ্গলবার এক টুইটার বার্তায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী দুনইয়া মাউমুন জানান, মালদ্বীপ জরুরি অবস্থা প্রত্যাহার করে নিয়েছে। কিছুক্ষণ পর অপর এক পোস্টে মন্ত্রী বলেন, 'বিষয়টি দ্রুত সমাধান হয়ে যাওয়ায় সুখের বিষয়। দেশের অবস্থা স্বাভাবিক হয়ে এসেছে।'
রয়টার্স জানিয়েছে, দেশটির প্রেসিডেন্টের ওপর হামলার জেরে গত সপ্তাহের বুধবার মালদ্বীপে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। এর ফলে প্রেসিডেন্টের নৌযানে বোমা হামলাকারীকে গ্রেপ্তার করতে বিশেষ ক্ষমতা পায় দেশটির পুলিশ ও সশস্ত্র বাহিনী।
বিশ্বব্যাপী পর্যটকদের মধ্যে জনপ্রিয় দেশটি কয়েক মাস ধরে রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে। এর আগে গত সপ্তাহে ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিবকে অভিশংসন করার পর এ অস্থিরতা চরমে পৌঁছে। আদিবের পূর্বসূরিকেও গত জুলাই মাসে একই পরিণতি ভোগ করতে হয়েছিল। আদিবের বিরুদ্ধে প্রেসিডেন্টকে হত্যাচেষ্টায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।