বৃদ্ধার রান্নাঘরে মিলল ৫৫ কোটি টাকার দুর্লভ চিত্র!
ফ্রান্সের এক বয়োবৃদ্ধ নারীর রান্নাঘরে পাওয়া গেছে রেনেসাঁ যুগের শুরুর দিকের একটি দুর্লভ চিত্র। নিলামে তোলা হবে এটি। বিশেষজ্ঞরা ধারণা করছেন, ‘ক্রাইস্ট মকড’ শিরোনামের চিত্রটি ছয় মিলিয়ন ইউরোর মতো দাম হতে পারে। বাংলাদেশি টাকায় যার মূল্য দাঁড়ায় ৫৫ কোটি ৬১ লাখেরও বেশি।
১৩তম শতাব্দীর শুরুর দিকে ইতালির ফ্লোরেন্সের চিত্রশিল্পী শিমাব্যু এটি এঁকেছেন বলে জানিয়েছেন ফরাসি বিশেষজ্ঞ এরিক টারক্যুয়েন। তিনি জানান, শিমাব্যুই ছবিটি এঁকেছেন তা নিশ্চিত হতে শিমাব্যুর আঁকা অন্য চিত্রকর্মগুলোর সঙ্গে মিলিয়ে আলোকরশ্মি পদ্ধতি ব্যবহার করে পরীক্ষা করা হয়েছে।
ফ্রান্সের রাজধানী প্যারিসের নিকটবর্তী শহর কম্পিয়েগে ওই বৃদ্ধা নারীর রান্নাঘর থেকে বসার ঘরে থেকে যেতে যে দেয়াল পড়ে সেখানে চিত্রকর্মটি ঝুলানো ছিল। এর ঠিক নিচেই চলতো রান্নাবান্না।
চিত্রকর্মটি ২৭ অক্টোবর উত্তর প্যারিসের সেনলিসে অ্যাকটিওন নামক অকশন হাউসে নিলামে তোলা হবে।
চিত্রশিল্পীর আসল নাম চেন্নি দি পেপো। তাকে শিমাব্যু নামেই ডাকা হয়। যিশু খ্রিস্টের আত্মত্যাগ ও ক্রুশবিদ্ধকরণ নিয়ে ১২৮০ সালের দিকে আটটি চিত্রের একটি সিরিজ এঁকেছিলেন শিমাব্যু। এটি সেই সিরিজের অংশ বলে দাবি করা হচ্ছে। ওই সিরিজের ‘দ্য ভার্জিন অ্যান্ড চাইল্ড উইথ টু অ্যাঞ্জেল’ চিত্রটি লন্ডনের ন্যাশনাল গ্যালারিতে এবং ‘দ্য ফ্ল্যাজেলেশন অব ক্রাইস্ট’ চিত্রটি নিউইয়র্কে সংরক্ষিত রয়েছে।
রেনেসাঁ যুগের শুরুর চিত্রশিল্প বাইজান্টাইন শিল্পদর্শন দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত। আজও এই ধারায় বহু শিল্পী কাজ করে যাচ্ছেন।