মারা গেছেন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট শিরাক
ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাক মারা গেছেন। দেশটিতে বেশ কিছু প্রশাসনিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা সাবেক এই ফরাসি প্রেসিডেন্ট ৮৬ বছর বয়সে বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
শিরাক ফ্রান্সে দুই মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন। তাঁর শাসনামলেই ইউরোপীয় একক মুদ্রা ব্যবস্থায় প্রবেশ করেছিল ফ্রান্স। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ফ্রান্সের জাতীয় সংসদ এক মিনিটের নীরবতা পালন করেছে। তবে তাঁর শেষ জীবনের বেশির ভাগ সময় কেটেছে দুর্নীতির কেলেঙ্কারি মাথায় নিয়ে।
সাবেক এই প্রেসিডেন্টের শ্যালক বার্তাসংস্থা এএফপিকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, প্রেসিডেন্ট জ্যাক শিরাক বৃহস্পতিবার সকালে মারা গেছেন। এ সময় পরিবারের সদস্যরা তাঁর পাশে ছিল।
শিরাক ১৯৩২ সালে ব্যাঙ্ক ম্যানেজার বাবার ঘরে জন্মেছিলেন। ১৯৯৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।