গগনচুম্বী ভবনে উঠে বিপাকে ‘ফরাসি স্পাইডারম্যান’
জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট শহরে এক গগনচুম্বী ভবনে আরোহণ করার জন্য ‘ফরাসি স্পাইডারম্যান’ নামে খ্যাত অ্যালেইন রবার্টকে জরিমানার মুখোমুখি হতে হচ্ছে।
সংবাদ সংস্থা এপি এক প্রতিবেদনে জানায়, শনিবার ভোরে জার্মানির বাণিজ্যিক রাজধানীর কেন্দ্রে অবস্থিত ১৫৩ মিটার (৫০২ ফুট) উচ্চতার ‘স্কাইপার’ ভবনের উপরে উঠতে তিনি সময় নেন ২০ মিনিট।
চকচকে কাচের ভবনটি থেকে নেমে আসার পর ৫৭ বছর বয়সী অ্যালেইনকে আটক করে নিয়ে যায় জার্মান পুলিশ।
অ্যালেইন প্রায়ই অনুমতি না নিয়ে বিশ্বের অনেক উঁচু ভবনে আরোহণ করেছেন।