জলবায়ু ইস্যুতে সুইজারল্যান্ডে লাখো মানুষের সমাবেশ
সুইজারল্যান্ডে জলবায়ু পরিবর্তন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি নিয়ে প্রায় লাখো লোক মিছিল সমাবেশ করেছে। দেশটিতে পার্লামেন্ট নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে গতকাল শনিবার সুইস রাজধানী বার্নে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিকে, এর একদিন আগে দেশটির বিভিন্ন শহরে শুক্রবারের ‘ক্লাইমেট স্ট্রাইকস’-এর ব্যানারে সীমিত আকারে বিক্ষোভ হয়েছে। একই ব্যানারে ইউরোপের বিভিন্ন শহরেও জলবায়ুবিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরিবেশবিষয়ক ৮০টি প্রচার গ্রুপ শনিবারের এই সমাবেশের আয়োজন করে। এসব প্রচার গ্রুপ নিজেদের ক্লাইমেট অ্যালায়েন্স নাম দিয়েছে। সমাবেশে প্রায় এক লাখ লোক অংশ নিয়েছে বলে আয়োজকরা দাবি করলেও বার্ন পুলিশ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
তবে পুলিশের মুখপাত্র ডোমিনিক জাগি বলেছেন, বার্নে সাম্প্রতিক বছরগুলোতে আয়োজিত সমাবেশের মধ্যে এটি ছিল সবচেয়ে বড়।