মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে আল শাবাব
সোমালিয়ায় অবস্থিত মার্কিন স্পেশাল ফোর্সের একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে সোমালিয়ার আল শাবাব বিদ্রোহীরা।
সোমবার ওই ঘাঁটিতে সেখানকার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলাটি চালানো হয়। এতে কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানা গেলেও নিহতের কোনো খবর পাওয়া যায়নি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন স্পেশাল ফোর্সের ওই ঘাঁটি সোমালিয়ান কমান্ডোদের ট্রেনিংয়ের জন্য ব্যবহার করা হতো। এমনকি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ড্রোন হামলাও চালানো হতো এখান থেকে।
এ দিকে যুক্তরাজ্যের আরেক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, মূল হামলার জন্য দুটি গাড়ি বোমা ব্যবহার করেছে বিদ্রোহীরা। এরপর ছোট অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। যদিও এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। হামলার দায় স্বীকার করেছে সোমালিয়ার বিদ্রোহী আল শাবাব বাহিনী।
হামলা সম্পর্কে স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেন, দুটি আত্মঘাতী গাড়িবোমা দিয়ে ঘাঁটিতে হামলা চালানোর চেষ্টা করেছিল বিদ্রোহীরা। কিন্তু সেগুলো গেটের বাইরেই বিস্ফোরিত হয়।