গণতন্ত্রকামীর বুকে পুলিশের গুলি, হংকংয়ে তীব্র আন্দোলন (ভিডিওসহ)
হংকংয়ের রাজপথ এখন গণতন্ত্রকামীদের সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল। মঙ্গলবার এক আন্দোলনকারীর ওপর গুলি চালিয়েছে পুলিশ।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সে এক প্রতিবেদনে জানায়, আন্দোলনকারীরা একপর্যায়ে কয়েকজন পুলিশকে ঘেরাও করে রাখে। এমন পরিস্থিতিতে এক পুলিশ সদস্য গুলি চালায়। তাঁর বন্দুক থেকে ছোড়া গুলি একজন বিক্ষোভকারীর বুকে লাগে।
এই ঘটনার পর আন্দোলন আরো ভয়াবহ রূপ নিয়েছে। পরিস্থিতি সামলাতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
এদিকে এ বিষয়ে হংকং পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, গুলি চালানোর কোনো উদ্দেশ্য পুলিশের ছিল না। এরপরও আন্দোলনকারীরা পুলিশকে ঘেরাও করে রাখে। নিজেদের সামলাতেই ওই পুলিশ সদস্য গুলি চালায়।
এই ঘটনায় গুলিবিদ্ধ ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা সেবা দেয় পুলিশ। পরবর্তীতে তাঁকে হাসপাতালে পাঠানো হয়।
উল্লেখ্য, তিন মাসের বেশি সময় ধরে চীনপন্থি শাসক ক্যারি ল্যামের পদত্যাগের দাবিতে চলা আন্দোলন ক্রমশ সহিংসতার দিকে যাচ্ছে। যে কারণে চলতি বিক্ষোভ দমনে এরই মধ্যে টিয়ার গ্যাসের সঙ্গে রাবার বুলেট ব্যবহার করছে পুলিশ।