সিঙ্গাপুরে ডাকাতির মামলায় বাংলাদেশি যুবকের কারাদণ্ড
বাংলাদেশি এক যুবককে ডাকাতি চেষ্টার অভিযোগে ১৮ ঘা বেতের বাড়ি ও সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন সিঙ্গাপুরের একটি আদালত। গত সোমবার আদালত এই শাস্তির রায় দেন।
দেশটির সংবাদমাধ্যম টুডে অনলাইন ডটকম এক প্রতিবেদনে জানায়, দণ্ডপ্রাপ্ত বাংলাদেশি যুবকের নাম শেখ মোহাম্মদ রাজন (৩০)।
এ বিষয়ে আদালতের ভাষ্য, ভুয়া ওয়ার্ক পারমিট নিয়ে সিঙ্গাপুরে নির্মাণ শ্রমিকের কাজ করতে যান রাজন। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে থাকার জন্য ডাকাতির সিন্ধান্ত নেন তিনি। মাথায় শিখদের পাগড়ি, হাতে নকল অস্ত্র ও শরীরে নকল বোম বেল্ট পরে একটি দোকানে ডাকাতির চেষ্টা করেন রাজন।
এ ছাড়া সশস্ত্র ডাকাতির চেষ্টা, নকল অস্ত্র প্রদর্শন, ভুয়া ওয়ার্ক পারমিট ও ২৩৬ দিন অবৈধভাবে সিঙ্গাপুরে অবস্থান করার দায়ে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আদালত।
আদালত জানান, রাজনের বিরুদ্ধে দায়ের করা মোট পাঁচটি অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় তাঁকে এই রায় দেন আদালত।
এর আগে ২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারি সিঙ্গাপুর ত্যাগের চেষ্টার সময় চাঙ্গি এয়ারপোর্ট থেকে রাজনকে প্রথমবারের মতো আটক করা হয়। সে সময় তাকে এক হাজার ৭৭০ ডলার দামের তিনটি মোবাইল ফোন, নগদ ২০০ ডলার, সাতটি স্বর্ণের চেইন ও পাঁচ হাজার ৪০০ ডলার দামের একটি স্বর্ণের চুড়িসহ আটক করে পুলিশ।