হংকংয়ে ১৮০ আন্দোলনকারী আটক, ১০০ আহত
হংকং এখন সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল। স্থানীয় সময় মঙ্গলবার চীনে কমিউনিস্ট শাসনের ৭০ বছর উদযাপনের দিন রক্তাক্ত হয়ে ওঠে হংকংয়ের রাজপথ। এ দিন পুলিশের সঙ্গে গণতন্ত্রকামীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আটক করা হয়েছে অন্তত ১৮০ জনকে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, এই ঘটনায় এখন পর্যন্ত ১০৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর গুলিবিদ্ধ হয়েছেন এক যুবক।
পুলিশের দাবি, প্রথমে বিক্ষোভকারীরা পেট্রলবোমা নিক্ষেপ করে। এ সময় পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে আনতে প্রথমে টিয়ার গ্যাস ও পরে জলকামান ব্যবহার করেন তারা।
পরবর্তী সময়ে হংকংয়ের বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়।
এ বিষয়ে হংকংয়ের পুলিশ প্রধান স্টিফেন লো জানিয়েছেন, গত কয়েকদিন ধরে আন্দোলন চলে আসলেও এই দিনটিতেই সবচেয়ে বেশি সহিংস ও বিশৃঙ্খল হয়ে ওঠে বিক্ষোভকারীরা। বিক্ষোভে ২৫ জন পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন।