চুরির অপরাধে গ্রেপ্তারের পর হাজতে পাখি!
চুরির অপরাধে অভিযুক্ত একটি পাখিকে গ্রেপ্তার করে হাজতে রেখেছে ডাচ পুলিশ। হল্যান্ডে একটি দোকানে চুরির অভিযোগে কিছুদিন আগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল।
অভিযুক্ত ব্যক্তি একটি পোষা পাখি ছিল। ডাচ পুলিশের দাবি, চুরির ঘটনায় মালিককে সাহায্য করেছে পাখিটি! পুলিশ যখন অভিযুক্তকে গ্রেপ্তার করে, তখন মালিকের কাঁধের ওপর বসেছিল পাখিটি।
এ ঘটনায় বেশ মজা করে পাখিটির ছবি-সহ ইনস্টাগ্রামে ডাচ পুলিশ একটি বিবৃতি দিয়েছে।
ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা সম্প্রতি দোকানে চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছি। আরো একজন এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল। যে কিনা অভিযুক্তের কাঁধের ওপর বসেছিল।’
ছবিতে দেখা যায়, পাখিটিকে পাউরুটি ও পানি দেওয়া হয়েছে খাওয়ার জন্য। পুলিশের দাবি, অভিযুক্তের সঙ্গে কথা বলার পরই গারদে ভরা হয়েছে পাখিটিকে।
সোশ্যাল মিডিয়ায় এরই মধ্যে ঘটনাটি ভাইরাল হয়ে গেছে। তবে পশুপ্রেমীরা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। যদিও পুলিশ চাপে পড়ে অভিযুক্তসহ পাখিটিকে ছেড়ে দিয়েছে।