হামলার ‘ঢেউ’ শেষে প্যারিসজুড়ে ভয়
ঢেউয়ের মতো করে একযোগে অনেক স্থানে সন্ত্রাসী হামলার পর ফ্রান্সের রাজধানী প্যারিসজুড়ে এখন শোক। পাশাপাশি জনমনে বিরাজ করছে প্রচণ্ড ভয়।
গত জানুয়ারিতে বিদ্রূপ সাময়িকী শার্লি এবদোর কার্যালয়ে হামলার শোক কাটতে না কাটতেই আবার এই ভয়াবহ হামলায় প্যারিসের বাসিন্দারা বড় ধরনের মানসিক আঘাতের মধ্যে রয়েছে।
হামলার পর ফ্রান্সে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সীমান্ত। তা সত্ত্বেও সন্ত্রাসীরা রাস্তায় অবস্থান করে থাকতে পারে এবং আরো হামলা চালাতে পারে -এই আশঙ্কায় প্যারিসবাসীকে বাড়ির ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া শিক্ষাপ্রতিষ্ঠান এবং রাস্তায় সেনা মোতায়েন করা হয়েছে।
সাংবাদিক অ্যানে শার্লত হিনেত সিএনএনকে বলেন, ‘এখন প্যারিস একধরনের অবরোধের মধ্যে রয়েছে।’
উদ্বেগজনক পরিস্থিতি
প্যারিসের পরিস্থিতি খুবই উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন ফ্রান্স রেডিওর উপসম্পাদক গ্রেগরি ফিলিপ। স্থানীয় সময় শনিবার সকালে সিএনএনকে তিনি বলেন, ‘রাস্তায় এখন অন্য কোনো সন্ত্রাসী বেরিয়েছে কি না এ ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই।’
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা বার্তায় যাঁরা শহরে বেরিয়েছিলেন তাঁদের কাছের পানশালাগুলো, বন্ধুদের বাড়িতে, এমনকি অপরিচিতদের অ্যাপার্টমেন্টে আশ্রয় নিতে বলা হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার রাতে বাটাক্লাঁন কনসার্ট হল, রেস্তোরাঁ, পানশালা ও ফ্রান্সের জাতীয় স্টেডিয়ামসহ প্যারিসের ছয়টি স্থানে হামলাকারীরা গুলি করেছে এবং আত্মঘাতী হামলা চালিয়ে। এই হত্যাযজ্ঞে দেড় শতাধিক লোক নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক লোক।
ফ্রান্সের দাবি, ন্যক্কারজনক ওই হামলার পর নিহত হয়েছে আট হামলাকারী। তাদের মধ্যে আত্মঘাতী বোমায় নিহত হয়েছে সাতজন।