দুবাইয়ে অনুপ্রেরণাদায়ী শিক্ষককে ৫০ লাখ টাকা পুরস্কার!
অনুপ্রেরণাদায়ী শিক্ষক হিসেবে দুই লাখ ২০ হাজার দিরহাম (৫০ লাখ ৬৮ হাজার টাকা) দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের এক স্কুল শিক্ষককে।
দুবাইয়ের জেমস ইউনাইটেড স্কুলের শিক্ষক মোহাম্মদ আবুসেনানকে গত বৃহস্পতিবার সম্মাননা স্বরুপ এই পুরস্কারে ভূষিত করা হয়।
গত তিন বছরে শ্রেণিকক্ষে ও শ্রেণিকক্ষের বাইরে শিক্ষার্থীবান্ধব আচরণের জন্য এবার শিক্ষা প্রতিষ্ঠানটির ‘মারিয়াম্মা ভার্কে’ পুরস্কারে ভূষিত হলেন আবুসেনান। তাঁর ছাত্র-ছাত্রীরা জানায়, নিয়মিত পড়াশোনার বাইরেও ওই শিক্ষকের ক্লাস তাদেরকে চিন্তা-ভাবনা ও সৃষ্টিশীলতার প্রতি আগ্রহী করে তোলে। এছাড়াও আরবি ও ইসলামী বিষয়ের পড়াশোনায় তাদের অভাবনীয় উন্নতি হয় বলেও জানায় শিক্ষার্থীরা। তাঁর নির্ধারিত বিষয় ইসলামী ও আরব সংস্কৃতির প্রতি অনুরাগ সৃষ্টির পাশাপাশি খেলাধুলায়ও শিক্ষার্থীদেরকে উৎসাহিত করেন শিক্ষক আবুসেনান।
মোহাম্মদ আবুসেনানের ভাষায়, ‘সম্মানজনক এই পুরস্কারটি আমাকে শিক্ষার্থীদের জন্য আরো কিছু করতে উৎসাহিত করবে। তাদের কাছে আমি কৃতজ্ঞ।’ এ সময় সহকর্মী শিক্ষকদেরকেও ধন্যবাদ জানান তিনি।