বাধা ভেঙে ফের প্যারিসের পথে চার অস্ত্রধারী
একটি গাড়িতে থাকা চার বন্দুকধারীকে ধাওয়া করছে ফ্রান্সের পুলিশ। ওই ব্যক্তিরা প্যারিসগামী একটি রোড ধরে চলছে। এই পরিপ্রেক্ষিতে আবার প্যারিসে সন্ত্রাসী হামলার শঙ্কা দেখা দিয়েছে।
এর আগে গতকাল শুক্রবার বন্দুকধারীদের গুলিবর্ষণ ও বোমা হামলায় ১২৯ জন নিহত হন।
ফ্রান্সের পুলিশ জানিয়েছে, প্যারিস থেকে ৪০ কিলোমিটার দূরে উত্তর-পশ্চিম ফ্রান্সের ইভেলাইন অঞ্চলে ভারী অস্ত্রসহ চার ব্যক্তিকে একটি প্রাইভেটকারে যেতে দেখে পুলিশ। পুলিশের ধাওয়ায় গাড়ি নিয়ে চারজন পালানোর চেষ্টা করে। পরে তারা প্যারিসগামী টোল সড়কে উঠেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ওই ব্যক্তিদের ধাওয়া করছিল।
গত শুক্রবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসের প্রায় একই সময়ে ছয়টি স্থানে সিরিজ বোমা হামলা ও বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ১২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছে শতাধিক, এর মধ্যে অনেকের অবস্থাই গুরুতর। আর পুলিশের গুলিতে আট হামলাকারী নিহত হয়েছেন। ওই ঘটনার পর থেকে প্যারিসসহ ফ্রান্সের জরুরি অবস্থা জারি করা হয়েছে। একই সঙ্গে দেশটির সব সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। আর সীমান্তবর্তী অপর দেশগুলোও সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে।