ইউক্রেনে ‘শরণার্থী’ বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৮
ইউক্রেনের স্লোভাকিয়ার পূর্বাঞ্চলে ‘শরণার্থী’ বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় সাত আফগান অভিবাসীসহ আটজন নিহত হয়েছে। এমআই-২ নামের হেলিকপ্টারটি স্লোভাক-ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়। চলতি সপ্তাহের গোড়ার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স।
আজ শনিবার ইউক্রেনের রাজধানী ব্রাতিসলাভায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইভান নেতিক সংবাদমাধ্যমকে জানান, যে সাত আফগান ‘শরণার্থী’ নিহত হয়েছে তাদের মধ্যে পাঁচ পুরুষ ও দুই নারী রয়েছে। অপরজন ইউক্রেনের পাইলট। মঙ্গলবার রাতে বা বুধবার এই দুর্ঘটনা ঘটে।
শুক্রবার ইউক্রেনের বর্ডার গার্ড জানায়, ‘অবৈধ অভিবাসী পাচারের কাজে হেলিকপ্টারটি ব্যবহার করা হতো বলে মনে করা হচ্ছে।’