প্যারিসে গাড়ি থেকে একাধিক অস্ত্র উদ্ধার
প্যারিসে একটি গাড়ি থেকে একাধিক কালাশনিকভ (একে-৪৭) অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় রোববার প্যারিসের মোথয়ি শহরতলি থেকে গাড়ি ও অস্ত্র উদ্ধার হয়। ধারণা করা হচ্ছে, শুক্রবার প্যারিসে হামলাকারীরা ওই গাড়ি ও সেখানে থাকা অস্ত্র ব্যবহার করেছে।
গাড়ি থেকে অস্ত্র উদ্ধারের পরিপ্রেক্ষিতে ফরাসি কর্তৃপক্ষ ধারণা করছে, প্যারিসে হামলাকারীদের কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
এর আগে ফ্রান্সের কর্তৃপক্ষ নিহত হামলাকারীদের একজনের পরিচয় জানিয়েছে। ইসমাইল মোসতাফি নামক ওই হামলাকারীর সঙ্গে যোগাযোগ ছিল এমন ছয় ব্যক্তিকে আটক করা হয়েছে।
ফ্রান্সে হামলায় নিহতের স্মরণে তিনদিনব্যাপী শোক চলছে। এ ছাড়া নিহতদের স্মরণে, আহতদের সুস্থতা কামনায় প্যারিসের নটর ডেম গির্জায় স্থানীয় সময় রোববার সন্ধ্যায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
গত শুক্রবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসের প্রায় একই সময়ে ছয়টি স্থানে সিরিজ বোমা হামলা ও বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ১২৯ জন নিহত হয়। আহত হয় আরো কয়েক শ মানুষ। এদিকে পুলিশের গুলিতে আট হামলাকারী নিহত হয়। ওই ঘটনার পর থেকে ফ্রান্সে জরুরি অবস্থা জারি করা হয়। একই সঙ্গে দেশটির সব সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। ফ্রান্সে হামলার পরিপ্রেক্ষিতে ইউরোপের সব দেশই নিরাপত্তা জোরদার করেছে। শনিবার রাতে হামলায় দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। একই সঙ্গে তারা আরো হামলা চালানোর হুমকি দেয়।