ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শেকলবন্দি ৬৭ জনকে উদ্ধার
নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শেকলবন্দি অবস্থায় নির্যাতনের শিকার ৬৭ জনকে উদ্ধার করেছে পুলিশ। এদের সবাই বালক কিংবা পুরুষ। তাঁদের বয়স সাত থেকে ৪০ এর মধ্যে।
পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, দেশটির কাতসিনা অঞ্চলে অভিযান চালিয়ে নির্যাতনের শিকার ৬৭ জনকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সংগঠন মুসলিম রাইটস কনসার্নের (মুরিক) বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, দেশটির উত্তরাঞ্চলগুলোতে এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান মূলত ‘আলমাজিরিস’ নামে পরিচিত।
গত সোমবার স্থানীয় সময় রাতে কাতসিনা অঞ্চলের পুলিশের মুখপাত্র সানসুই বুবা এক বিবৃতিতে জানান, এবারের অভিযানে সাত থেকে ৪০ বছর বয়সী মোট ৬৭ জনকে শিকলে বন্দি অবস্থায় উদ্ধার করা হয়। যৌন নিপীড়নসহ তাঁরা বিভিন্ন ধরনের অমানবিক অত্যাচারের শিকার হয়েছেন।
এ দিকে উদ্ধার হওয়া বন্দিরা জানান, মাদ্রাসাটিতে থাকাকালীন তাঁদের চরম অমানবিক নির্যাতন করা হতো। এমনকি বিভিন্ন সময় তাদের এক টানা কয়েকদিন খাবার পর্যন্ত দেওয়া হতো না।
অপর দিকে মাদ্রাসার নামে ‘নির্যাতন কেন্দ্র’ চালানোর অভিযোগে ৭৮ বছর বয়সী মাল্লাম বেলো আবদুল্লাহি ওমর নামে প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তাকেও গ্রেপ্তার করা হয়েছে।