প্যারিসে হামলা : সন্দেহভাজন যুবকের ছবি প্রকাশ
ফ্রান্সের রাজধানী প্যারিসে শুক্রবারের হামলায় সন্দেহভাজন আবদেস সালাম সালাহ (২৬) নামের এক যুবকের ছবি প্রকাশ করেছে পুলিশ। তাঁকে ‘মারাত্মক’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।
বিবিসির খবরে বলা হয়, প্যারিসে হামলার পর দ্রুত প্রস্থানের জন্য রাখা একটি গাড়ির সন্ধান পেয়েছে বলে মনে করছে পুলিশ। এ থেকে ধারণা করা হচ্ছে, হামলার পর বেলজিয়ামে জন্ম নেওয়া আবদেস সালাম ওই গাড়িতে করে নিরাপদে সরে গেছে।
ফ্রান্সের পুলিশ আবদেস সালাম সম্বন্ধে তথ্য দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে। তবে সতর্কতার অংশ হিসেবে সালামের সঙ্গে মেলামেশা না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
ফ্রান্সের কর্মকর্তারা জানান, প্যারিসে বিভিন্ন স্থানে হামলার সময়েই সাত হামলাকারী নিহত হয়েছে। এদের মধ্যে দুজন বেলজিয়ামের বাসিন্দা ছিল।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কেজেনভ বলেন, ‘বেলজিয়ামভিত্তিক একটি দল’ হামলা চালিয়েছে। তারা ফ্রান্সের দুষ্কৃতকারীদের সহায়তা পেয়েছে।
শুক্রবার রাতে প্যারিসের ছয়টি স্থানে প্রায় একই সময়ে আত্মঘাতী বোমা ও বন্দুকধারীদের হামলায় ১২৯ জন নিহত হয়। আহত হয় আরো শতাধিক মানুষ। তাঁদের স্মরণে তিন দিনের রাষ্ট্রীয় শোক জারি করা হয় ফ্রান্সে।