‘ইউরোপজুড়ে আরো হামলা হতে পারে’
ফ্রান্সসহ ইউরোপজুড়ে আরো সন্ত্রাসী হামলা হতে পারে বলে জানিয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস। স্থানীয় সময় আজ সোমবার সকালে রাষ্ট্রায়ত্ত ফরাসি টিভি চ্যানেল ‘ফ্রান্স-২’ এ দেওয়া ভাষণে এ আশঙ্কা প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রীর এই ভাষণটি ফ্রেঞ্চ রেডিও থেকেও সম্প্রচার করা হয়।
ভাষণে ভলস বলেন, ভয়াবহ হামলার পর ফ্রান্স ও ইউরোপের অন্যান্য দেশে নতুন করে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করা হয়েছে। আর এ সংক্রান্ত পর্যাপ্ত তথ্য আছে গোয়েন্দাদের হাতে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা জানতাম হামলার পূর্বপ্রস্তুতি নেওয়া হয়েছিল। আর বিভিন্ন প্রস্তুতি এখনো নেওয়া হচ্ছে। এসব পরিকল্পনা শুধু ফ্রান্সের বিরুদ্ধেই নয় বরং ইউরোপের অন্যান্য দেশের বিরুদ্ধেও। এ ব্যাপারে কঠোরভাবে সতর্ক থাকতে হবে।’ ফ্রান্সকে দীর্ঘদিন সন্ত্রাসী হামলার ভয় নিয়ে বেঁচে থাকতে হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
ভলস আরো বলেন, ‘প্যারিসে গত শুক্রবার ইসলামী বিদ্রোহীদের হামলার পরিকল্পনা সিরিয়া থেকে করা হয়েছে।’ তবে হামলাকারীদের কেউই রেহাই পাবে না উল্লেখ করে ভলস জানান, দেশজুড়ে সন্দেহভাজন সন্ত্রাসীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। সোমবার সকাল পর্যন্ত এই ঘটনায় মোট নয়জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এ ছাড়া সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে ফরাসিদের একত্রিত থাকার আহ্বানও জানিয়েছেন ভলস। তিনি বলেন, ‘আমাদের ভালোভাবে বাঁচতে হবে। কিন্তু সন্ত্রাসীদের এই হুমকির পরিপ্রেক্ষিতে ফ্রান্সবাসীকে এক থাকতে হবে।’
তিনি আরো বলেন, ‘ইসলামিক স্টেট (আইএস) আমাদের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে পারবে না। কিন্তু এই সন্ত্রাসী সংগঠনটি আমাদের দুর্বল ও বিভক্ত করতে চেষ্টা করবে।’
বিবিসিতে প্রকাশিত তথ্যমতে, গত শুক্রবার মধ্যরাতে ফ্রান্সের একটি কনসার্ট বার, রেস্টুরেন্ট এবং ‘স্টেডে দে ফ্রান্স’ স্টেডিয়ামের কাছে সিরিজ সন্ত্রাসী হামলায় ১২৯ জনের মৃত্যু হয়েছে। ওই হামলায় ৩৫২ জন আহত ও সাত হামলাকারীও নিহত হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই ছিলেন কমবয়সী।