প্যারিসে হামলার নেপথ্য নায়ক ইসরায়েল : মাহাথির
ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।
বায়তুল মোকাদ্দাস বা মসজিদুল আকসার দখলদার ইসরায়েলের সমালোচনা করে মাহাথির মোহাম্মদ বলেন, ‘প্যারিসে হামলার নেপথ্য নায়ক হচ্ছে ইসরায়েল। ইসরায়েল যেকোনো মূল্যে দখলীকৃত এলাকার ওপর আধিপত্য বজায় রাখার চেষ্টা করছে। যতদিন পর্যন্ত ফিলিস্তিন সমস্যার সমাধান না হবে ততদিন ইসরাইল অন্য যেকোনো উপায়ে তার লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাবে এবং সে পর্যন্ত সন্ত্রাসী হামলা কমার কোনো সম্ভাবনা নেই।’
মালয়েশিয়ার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আধুনিক মালয়েশিয়ার জনক ড. মাহাথির এসব কথা বলেন। ওই বিবৃতির বরাত দিয়ে গত শনিবার প্রতিবেদন প্রকাশ করে কুয়ালালামপুরের সংবাদমাধ্যম মালয়েশিয়াকিনি।
এদিকে, প্যারিসে সন্ত্রাসী হামলার পর মালয়েশিয়ায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমাদ জাহেদ হামিদি গতকাল সোমবার জানান, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের ২৭তম শীর্ষ সম্মেলনের আগে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী শনি ও রোববার মালয়েশিয়ায় আসিয়ানের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এ ছাড়া, মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হাশেম উদ্দিন হোসেন জানিয়েছেন, ইসলামিক স্টেট সন্ত্রাসীরা তাদের হামলার তালিকায় মালয়েশিয়ার শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তার নাম অন্তর্ভুক্ত করেছে। ওই তালিকায় তাঁর নিজের নামও রয়েছে উল্লেখ করে তিনি বলেছেন, ‘এ সত্ত্বেও মালয়েশিয়া সরকারের সন্ত্রাস বিরোধী তৎপরতা বন্ধ হবে না।’