দুই সপ্তাহের বিক্ষোভের জেরে লেবাননের প্রধানমন্ত্রীর পদত্যাগ
লেবাননজুড়ে দুই সপ্তাহ ধরে সরকারবিরোধী বিক্ষোভের জেরে দেশটির প্রধানমন্ত্রী সাদ হারিরি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘লেবাননে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে, তা ভাঙতে একটা ধাক্কার প্রয়োজন।’
আরব বিশ্বের গুরুত্বপূর্ণ দেশ লেবাননে টেলিযোগাযোগ ব্যবস্থা অত্যন্ত কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। যে কারণে সেখানে টেলিফোন বা মোবাইলে কথা বলা ব্যয়বহুল। তাই বাধ্য হয়েই নাগরিকরা বিনামূল্যে কথা বলতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। কিন্তু গত ১৭ অক্টোবর লেবানন সরকার হোয়াটসঅ্যাপসহ যোগাযোগের অন্য অ্যাপগুলোর ওপর করারোপের প্রস্তাব করে। যার বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে দেশটির সাধারণ মানুষ। যা ধীরে ধীরে সরকারের দুর্নীতিবিরোধী আন্দোলনে পরিণত হয়।
এখন বিক্ষোভকারীরা দেশটিতে রাজনৈতিক সংস্কারের দাবি করছে। বিশ্বের শীর্ষ ঋণগ্রস্ত দেশগুলোর একটি লেবাননে অর্থনৈতিক মন্দা চলছে। এ অবস্থায় দেশজুড়ে বিক্ষোভ ও অচলাবস্থা পরিস্থিতি আরো নাজুক করে ফেলেছে।
গতকাল মঙ্গলবার টেলিভিশনে এক ভাষণে হারিরি জানান, তিনি প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন।