জার্মানিতে বোমা হামলার আশঙ্কা, ফুটবল ম্যাচ বাতিল
জার্মানির হ্যানোভারে বোমা হামলার আশঙ্কায় নেদারল্যান্ডস-জার্মানির প্রীতি ফুটবল ম্যাচ বাতিল করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ম্যাচটি শুরু হওয়ার ৯০ মিনিট আগে দর্শককে স্টেডিয়াম থেকে বের করে নিরাপদ স্থানে নেওয়া হয়। জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের ম্যাচটি দেখার কথা ছিল।
জার্মানির লোয়ার স্যাক্সনি অঞ্চলের পুলিশপ্রধান ভলকার ক্লুই দেশটির সরকারি টিভি স্টেশন এনডিআরকে বলেন, ‘কর্তৃপক্ষের কাছে পরিষ্কার গোয়েন্দা তথ্য ছিল যে, স্টেডিয়ামের ভেতর কেউ একজন বোমা বিস্ফোরণ ঘটাতে চায়। এ খবর পেয়ে কর্মকর্তারা ম্যাচটি ৯০ মিনিট আগে বাতিল করে দেন।’
ওই পুলিশপ্রধান বলেন, ‘আমরা এই গোয়েন্দা তথ্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছি। এ কারণে আমরা এ পদক্ষেপ নিয়েছি। বিষয়টি আমরা হালকাভাবে নিইনি।’ পরে স্টেডিয়ামের ভেতর কোনো বিস্ফোরকদ্রব্য পাওয়া যায়নি বলে জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বোরিস পিস্টোরিয়াস।
জার্মানির পত্রিকা ডার স্পিগেল ও বিল্ড জেইটুং জানায়, ফ্রান্সের গোয়েন্দা বাহিনীর কাছ থেকে এ তথ্য আসে। তারা জার্মানির কেন্দ্রীয় পুলিশকে জানায় যে, ‘ইরাকি স্লিপার সেল’-এর এক সদস্য হামলা চালাতে চায়।
ক্লুই জানান, কর্তৃপক্ষ দর্শককে বাড়ি যেতে বলেছে এবং স্টেডিয়ামের বাইরে থাকতে নিষেধ করেছে।
জার্মানির ফুটবল সমিতির অন্তর্বর্তী প্রেসিডেন্ট রিনহার্ড রাউবল বলেন, ‘একটি ম্যাচ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। আমরা জানি, প্যারিসের ঘটনার পর এই ম্যাচ আমাদের কাছে কী তাৎপর্য বহন করেন।’
গত ১৩ নভেম্বর ফ্রান্সের প্যারিসে ফুটবল স্টেডিয়াম, বার, রেস্তোরাঁ, কনসার্ট হলসহ কয়েক জায়গায় হামলা চালায় সন্ত্রাসীরা। এতে ১২৯ জন নিহত হন। স্টেডিয়ামে হামলার সময় ফ্রান্স ও জার্মানির মধ্যে ম্যাচটি চলছিল। এ হামলায় এক পথচারী নিহত হন।