আবাউদ বিকারগ্রস্ত ও শয়তান ছিল : বাবা
ফ্রান্সের প্যারিসে হামলার সন্দেহভাজন মূল হোতা আবদেলহামিদ আবাউদ নিহত হওয়ার পর তাঁকে শনাক্ত করতে একদিন পেরিয়ে যায়। প্যারিসের উপকণ্ঠ সাঁ দেনি এলাকায় পুলিশের অভিযানে তিনি নিহত হন। কর্তৃপক্ষ তাঁর আঙুল, তালুর ছাপ ও জুতা দেখে পরিচয় নিশ্চিত করে।
সিএনএন জানিয়েছে, আবাউদ নিজেকে উড়িয়ে দিয়েছেন নাকি পুলিশের গুলিতে তিনি মারা গেছেন, তা জানায়নি ফ্রান্সের পুলিশ।
আবাউদের বাবা ওমর আবাউদ বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ছেলের মৃত্যুতে তিনি ‘স্বস্তি’ বোধ করছেন। ওমরের আইনজীবী নাথালি গ্যালান্ট বলেন, আবাউদের বাবা ছেলের কর্মকাণ্ডে গর্বিত নন, তবে তিনি স্বস্তি পেয়েছেন।
মরক্কোয় বসবাসরত ওমর আবাউদ তাঁর আইনজীবীকে বলেন, তিনি মনে করেন, তাঁর ছেলে একজন মানসিক বিকারগ্রস্ত ও শয়তান ছিল।
গত ১৩ নভেম্বর প্যারিসে কয়েক জায়গায় একযোগে হামলায় ১২৯ জন নিহত হন। আহত হন কয়েকশ। এতে ফ্রান্সসহ বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়। হামলার পর দায় স্বীকার করে আইএস। পরিস্থিতি মোকাবিলায় জারি হয় জরুরি অবস্থা।
আবদেলহামিদ আবাউদের বয়স ২৫-এর কাছাকাছি। কিছু সময় তিনি সন্ত্রাসবিরোধী অভিযানের নজরদারিতে ছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি আইএস নেতা আবু বকর আল-বাগদাদির ঘনিষ্ঠ।
ফ্রান্সের কর্তৃপক্ষ জানিয়েছে, গত অক্টোবরে সিরিয়ার রাক্কায় আবাউদকে হত্যার উদ্দেশ্যে আইএসের প্রশিক্ষণ ঘাঁটিতে বিমান হামলা চালায় ফ্রান্স। তিনি বিদেশি যোদ্ধাদের প্রশিক্ষণ দিতেন বলে জানায় ফ্রান্স।