সন্ত্রাসী হামলার শঙ্কায় মালয়েশিয়ায় জোর নিরাপত্তা
হামলার আশঙ্কায় মালয়েশিয়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলোর জোট আসিয়ানের ২৭তম সম্মেলন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সফরের প্রাক্কালে দেশটি এমন পদক্ষেপ নিয়েছে। আত্মঘাতী ও বোমা হামলার আশঙ্কা করেছে দেশটির পুলিশ প্রশাসন।
মালয়েশিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে গার্ডিয়ান জানিয়েছে, রাজধানী কুয়ালালামপুরে দুই হাজার সেনা মোতায়েন করা হয়েছে।
মালয়েশিয়া পুলিশের একটি সূত্রে বরাত দিয়ে গার্ডিয়ান জানিয়েছে, মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ও এর স্থানীয় সহযোগী আবু সায়াফের ১০ জন সদস্য কুয়ালালামপুরে আত্মঘাতী হামলা চালাতে পারে। চলতি সপ্তাহেই কুয়ালালামপুরে আসিয়ান সম্মেলন হাওয়ার কথা।
মালয়েশিয়া পুলিশের প্রধান খালিদ আবু বকর হামলার আশঙ্কার কথা নিশ্চিত করেছেন। তবে তথ্যের সূত্রের ব্যাপারে তিনি পুরোপুরি নিশ্চিত নন। তিনি বলেন, ‘বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি মালয়েশিয়ায় হামলা হতে পারে। তবে সব সূত্র নিশ্চিত করা যায়নি।’ এ ছাড়া জোরদারের কারণ হিসেবে ফ্রান্সসহ কয়েকটি দেশের হামলার কথাও উল্লেখ করেন।
খালিদ আবু বকর বলেন, আসিয়ান সম্মেলনের অনুষ্ঠানস্থল ও এর আশপাশের এলাকায় পুলিশ নিরাপত্তা নিশ্চিত করেছে। সম্মেলনে ঢোকার বা বের হওয়ার স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম ‘মালায়সিয়াকিনি’ এর ওয়েবসাইটে জানিয়েছে, আইএসের সঙ্গে স্থানীয় জঙ্গিগোষ্ঠী আবু সায়াফ ও মরো লিবারেশন ফ্রন্টের বৈঠক হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ ফিলিপাইনে জঙ্গিগোষ্ঠীর বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে তিন জঙ্গিগোষ্ঠীর ১৪ জন নেতা অংশ নেন।
মালায়সিয়াকিনি আরো জানায়, জঙ্গিগোষ্ঠীর ১০ সদস্য মালয়েশিয়ায় আত্মঘাতী বোমা হামলা চালাতে পারে। এরা সবাই সিরিয়া, আফগানিস্তান ও ইরাকে প্রশিক্ষিত।
মালয়েশিয়ার সরকারি সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, জঙ্গি হামলা হতে পারে এমন সংবাদ জানা গেছে। তবে খবরের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
গার্ডিয়ান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াংসহ বিশ্বের ১৮ জন উল্লেখযোগ্য নেতা এবারের আসিয়ান সম্মেলনে অংশ নিচ্ছেন। চীনের কৃত্রিম দ্বীপ নিয়ে সৃষ্ট জটিলতার বিষয়টি এবারের আসিয়ান সম্মেলনে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।