তিনদিনের সফরে মালয়েশিয়ায় ওবামা
তিনদিনের সফরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টায় এয়ারফোর্স ওয়ান বিমানে তিনি কুয়ালালামপুরের সুবাং বিমানবন্দরে পৌঁছান। এর কয়েক ঘণ্টা আগে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এপেক সম্মেলন শেষে তিনি মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেন।
সুবাং বিমানবন্দরে বারাক ওবামাকে স্বাগত জানান মালয়েশিয়ার কৃষিমন্ত্রী আহমেদ ছাবেরি। এই সময় মালয়েশিয়ার রাজকীয় সেনারা ওবামাকে গার্ড অব অনার দেন।
২৭তম আসিয়ান সম্মেলনে যোগ দিতে বারাক ওবামার কুয়ালালামপুরে এসেছেন। গত ১৮ নভেম্বর শুরু হওয়া আসিয়ান সামিট শেষ হবে কাল ২২নভেম্বর, রোববার। আসিয়ানভুক্ত দেশ ছাড়াও চীনের প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রী এখন মালয়েশিয়ায় অবস্থান করছেন।
গতকাল শুক্রবার কুয়ালালামপুর বিখ্যাত টেইলরস ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে যোগ দেন ওবামা। ওই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ওবামা। বারাক ওবামা বলেন, মালয়েশীয় প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সঙ্গে আলোচনার সময় তিনি অবশ্যই মানবাধিকার ও দুর্নীতির বিষয়গুলো উত্থাপন করবেন। অনুষ্ঠানে আসিয়ানভুক্ত ১০টি দেশের প্রায় ৫০০ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
পরে ওবামা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।