মানবপাচার রোধে উদ্যোগ গ্রহণের পদক্ষেপ
মানবপাচার রোধে এবং পাচারের শিকার হতভাগ্যদের রক্ষা ও পুনর্বাসনে একমত হয়েছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সহযোগিতা সংস্থার (আসিয়ান) ১০ নেতা। এ ব্যাপারে একটি চুক্তিতেও স্বাক্ষর করেছেন নেতারা। শনিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে কনভেনশন সেন্টারে উদ্বোধন করা হয় ২৭তম আসিয়ান সম্মেলন। দুদিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক।
উদ্বোধনের কিছু পরই এ অঞ্চলে মানবপাচার রোধে ও পাচারের শিকার হতভাগ্যদের রক্ষা ও পুনর্বাসনে এক চুক্তি স্বাক্ষর করেন নেতারা। এই চুক্তিতে নারী ও শিশু পাচার রোধের ওপর বেশি জোর দেওয়া হয়েছে।
এবারের আসিয়ান সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলোর সরকার বা রাষ্ট্রপ্রধান ছাড়াও অংশ নিচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এ ছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও কুয়ালালামপুরে অবস্থান করছেন।
এবারের আসিয়ান সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘আমাদের জনগণ, আমাদের সম্প্রদায়, আমাদের দৃষ্টিভঙ্গি’। এ সম্মেলনে কুয়ালালামপুর ঘোষণার মাধ্যমে আসিয়ান কমিউনিটি প্রতিষ্ঠার ঘোষণা আসবে। আর এ কমিউনিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে চলতি বছরের ৩১ ডিসেম্বর।