জয়শঙ্কর পাকিস্তানে, পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক
ভারত ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ‘সার্ক যাত্রা’র অংশ হিসেবে আজ মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছান ভারতের পররাষ্ট্রসচিব ড. সুব্রামনিয়াম জয়শঙ্কর। এরপর তিনি পাকিস্তানের পররাষ্ট্রসচিব আইজাজ আহমেদ চৌধুরীর সঙ্গে বৈঠক করেন।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, ভারতের পররাষ্ট্রসচিবকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উষ্ণ অর্ভ্যথনা জানান আইজাজ আহমেদ। গত বছর ভারত পররাষ্ট্রসচিব পর্যায়ের আলোচনা বাতিল করার সাত মাস পর এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এটি সফল করার লক্ষে উভয়পক্ষের কর্মকর্তারা সহযোগিতা করছেন। বৈঠকে দুই দেশের পররাষ্ট্রসচিব বলেন, গুরুত্বপূর্ণ সব ইস্যু সমাধানের একমাত্র পথ শান্তিপূর্ণ আলোচনা।
নিয়ন্ত্রণ রেখা ও কাজের সীমা নিয়ে সাম্প্রতিক উত্তেজনার দিকে বেশি নজর দিচ্ছেন ভারতের পররাষ্ট্রসচিব। জয়শঙ্কর বলেন, পাকিস্তান সফরে এসে তিনি খুবই আনন্দিত এবং পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে স্থিতিশীল ও অর্থবহ সমঝোতা আলোচনা করতে পারবেন বলে আশা করছেন।
গত রোববার ভুটান যাত্রার মধ্য দিয়ে ‘সার্ক যাত্রা’ শুরু করেন জয়শঙ্কর। গতকাল ঢাকা সফরের পর আজ তিনি পাকিস্তান সফরে গেছেন। আগামীকাল বুধবার আফগানিস্তান সফরের লক্ষে পাকিস্তান ছাড়ার আগে তিনি দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, ইসলামাবাদ বিমানবন্দরে পৌঁছার পর জয়শঙ্করকে ভারতের হাইকমিশনার টি সি এ রাঘভান স্বাগত জানান। এক টুইট বার্তায় রাঘভান বলেছেন, পররাষ্ট্রসচিব পর্যায়ের একটি বৈঠকের জন্য জয়শঙ্কর ইসলামাবাদে পৌঁছেছেন।
পররাষ্ট্রসচিব পর্যায়ের এই বৈঠকের মাধ্যমে ভারত-পাকিস্তান সংলাপ ফের শুরু হতে পারে বলে পাকিস্তান আশাবাদ প্রকাশ করেছে । অন্যদিকে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক রাখার জন্য ভারত আলোচনা চালিয়ে যাবে।
নয়াদিল্লিতে পাকিস্তানের হাইকমিশনার কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে বৈঠক করার পর ভারত পররাষ্ট্রসচিব পর্যায়ের আলোচনা বাতিল করে। গত মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্রিকেট কূটনীতির অংশ হিসেবে নরেন্দ্র মোদি নওয়াজ শরিফের সঙ্গে টেলিফোনে কথা বলেন। এ সময় তিনি জয়শঙ্করের ‘সার্ক যাত্রা’র কথা বলেন।