বাংলাদেশের হাইকমিশনারকে তলব করবে পাকিস্তান
মানবতাবিরোধী অপরাধে বাংলাদেশে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করায় আনুষ্ঠানিক প্রতিবাদ ও উদ্বেগ জানাতে চায় পাকিস্তান। এজন্য পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে তলব করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
বুধবার দেশটির জাতীয় পরিষদের সদস্য শেখ আফতাব আহমেদ এ কথা জানান। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্যরা সর্বসম্মতিক্রমে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করার একদিন পর বাংলাদেশের হাইকমিশনারকে তলবের কথা জানানো হলো।
বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক আদালতে অভিযোগ করতে পাকিস্তান সরকারের প্রতি দাবি জানিয়েছেন দেশটির জাতীয় পরিষদের সদস্যরা ।
বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে গত ২১ নভেম্বর দিবাগত রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসি দেওয়া হয়। এ ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ঘটনায় তারা ‘বিচলিত’।
এদিকে পাকিস্তানের এই প্রতিক্রিয়াকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে মন্তব্য করে বাংলাদেশ সরকার।
পাকিস্তানের জাতীয় পরিষদে জামায়াত নেতাদের এক নোটিশের জবাবে পরিষদ সদস্য আহমাদ জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭৪ সালে বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের মধ্যে সই হওয়া ত্রিপক্ষীয় চুক্তির শর্ত লঙ্ঘন করছেন। তিনি বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশের অস্তিত্বই ছিল না এবং যে যুদ্ধটি হয়েছিল সেটি ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে। এবং সেই সময় যারা পাকিস্তানকে সমর্থন করেছিলেন তাদের বিচার করাটা অযৌক্তিক।’
এই বিচারের প্রতিবাদে বাংলাদেশ থেকে পাকিস্তানের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়ে আসার দাবি জানান তেহরিক-ই-ইনসাফ দলের সদস্য শিরিন মাজারি।