তুর্কিদের ব্যবসা প্রতিষ্ঠানে রাশিয়ার তল্লাশি
রাশিয়ার বিভিন্ন স্থানে তুরস্কের অভিবাসীদের ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়েছে রুশ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ওই সময় কারো কারো ব্যবসায়িক কার্যক্রম বন্ধও করে দিয়েছে দেশটি।
দুই তুর্কি ব্যবসায়ীর বরাত দিয়ে আলজাজিরার খবরে বলা হয়, সীমান্তে তুরস্কের রপ্তানি পণ্যবাহী ট্রাক ফিরিয়ে দিতে শুরু করেছে রাশিয়া। তুর্কি পর্যটকদের (রাশিয়ায় প্রবেশে যাদের সাধারণত ভিসার দরকার হয় না) রাশিয়ায় ঢুকতে দেওয়া হচ্ছে না।
এ বিষয়ে জানতে আলজাজিরা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসেগলু এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে যোগাযোগ করেছে। তবে তাঁদের পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।
রাশিয়ায় থাকা তুরস্কের একটি প্রক্রিয়াজাতকরণ কোম্পানির নির্বাহী নাম প্রকাশ না করার শর্তে আলজাজিরাকে বলেন, ‘রাশিয়ায় তুরস্কের কোম্পানি, বিশেষত নির্মাণ কোম্পানিগুলোতে তল্লাশি চালানো হয়েছে।’
গত মঙ্গলবার আকাশসীমায় অনুপ্রবেশের অভিযোগে এসইউ-২৪ নামের একটি রুশ বিমানকে ভূপাতিত করে তুরস্ক। এরপর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে। বিমান ভূপাতিত করার ঘটনাকে ‘পিঠে ছুরি মারা’র সঙ্গে তুলনা করেছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর কড়া জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে নিজেদের কাজকে ন্যায্য দাবি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বিমান ভূপাতিত করার ঘটনায় ক্ষমা চাইবে না তুরস্ক। আকাশসীমা লঙ্ঘন করায় রাশিয়ারই ক্ষমা চাওয়া উচিত।